Arjun Singh: তৃনমূলে ফিরছেন অর্জুন? পাটশিল্প নিয়ে বিদ্রোহের মাঝে ঘর ওয়াপসি’র ইঙ্গিত - Bangla Hunt

Arjun Singh: তৃনমূলে ফিরছেন অর্জুন? পাটশিল্প নিয়ে বিদ্রোহের মাঝে ঘর ওয়াপসি’র ইঙ্গিত

By Bangla Hunt Desk - May 14, 2022

পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের দলেরই কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অর্জুন সিং (Arjun Singh)। পরপর দু’বার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। তবে এখনও ‘বিদ্রোহে’ ইতি টানেননি বারাকপুরের বিজেপি সাংসদ। প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই তৃনমূলে ফিরছেন অর্জুন?

আরো পড়ুন- USA: একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের একই বিভাগের ১১ জন নার্স-চিকিৎসক

সুত্রের খবর, সম্ভত ২১ মে তৃণমূলে ঘর ওয়াপসি হতে পারেন অর্জুনের। যদিও তৃনমুলের একটি অংশের প্রবল আপত্তি সত্বেও বাহুবলী ও সাংসদ অর্জুন সিংহকে দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্জুনের তৃণমূলে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা, জানিয়েছেন তৃণমূলের এক হেভিওয়েট নেতা ।

এদিকে শুক্রবারের বৈঠকে তেমন কোনও উল্লেখযোগ্য রফাসূত্র মেলেনি। তবে অর্জুন সিংয়ের আশা খুব শীঘ্রই পাটের সর্বোচ্চ মূল্য নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহার করবে কেন্দ্র। তাঁর কথায়, “আমি কাজে বিশ্বাসী। আগে ব্যবস্থা নেওয়া হোক। তারপর বোঝা যাবে।” দাবিপূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বিজেপি সাংসদ।

জল্পনার মাঝে শুক্রবার দিল্লি থেকে বৈঠক সেরে ফেরার পথে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুনের। এদিন বিজেপি সাংসদ বলেন, “কে কী বলছে তা শুনে আমার জবাব দেওয়া উচিত নয়। আমি আদৌ তৃণমূল যোগ দিচ্ছি কিনা, তা সময় বলবে।” সাংসদের এই মন্তব্যের পর ‘ঘর ওয়াপসি’র সম্ভাবনা যে ক্রমশ জোরাল হচ্ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর