BJP-কে অসম থেকে তাড়িয়ে ছাড়বো, ২০২৪-এর লড়াইয়ে অসমে টার্গেট দিয়ে দিলেন অভিষেক - Bangla Hunt

BJP-কে অসম থেকে তাড়িয়ে ছাড়বো, ২০২৪-এর লড়াইয়ে অসমে টার্গেট দিয়ে দিলেন অভিষেক

By Bangla Hunt Desk - May 11, 2022

তৃণমূলের নজরে এবার উত্তরপূর্ব। বিজেপিকে হঠাতে এবার অসম থেকে দশটি আসন চাই। বুধবার অসম সফরে গিয়ে এভাবেই রাজ্য থেকে বিজেপিকে উত্খাতের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা ও মেঘালয়ে সরকার গড়বে তৃণমূল এমনটাই দাবি অভিষেকের।

আরো পড়ুন- SriLanka: অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় জ্বলছে নেতা-মন্ত্রীদের বাড়ি, জনরোষে মৃত ৮, আহত অন্তত ২৫০

বুধবার অসম গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এক দলীয় সভায় উপস্থিত হয়ে বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগার পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে লড়াইয়ের মন্ত্র দিয়ে দিলেন অভিষেক। তিনি বলেন, “রিপুন বোরা তৃণমূলে যোগ দেওয়ার পর অসমের মাটিতে কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। আমাদের লক্ষ্য আগামী লোকসভা নির্বাচনে ১৪ টি আসনের মধ্যে ১০ টি আসনে জিততে হবে। তার জন্য আগামী ২ বছর আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বিজেপিকে উপড়ে না ফেলা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তৃণমূল। বুথে বুথে মাটি কামড়ে লড়াই করতে হবে।” এদিন কংগ্রেসকে একহাত নিয়ে অভিষেক বলেন, “ফেসবুক-টুইটারে নয় মাঠে নেমে লড়াই করে তৃণমূল। গত ৮ বছর ধরে কংগ্রেস বিজেপির কাছে হারছে, আর তৃণমূল ৮ বছর ধরে বিজেপির বিরুদ্ধে জিতছে। তৃণমূল আগেও অসমে লড়াই করেছে, তবে এবারের লড়াই অন্যরকম।”

বুধবার একদিনের অসম সফরে গিয়ে এক সভায় অভিষেক কেন্দ্রকে নিশানা করে বলেন, ডবল ইঞ্জিনের সরকার মানে ডাবল চোর। মোদীকে জেতানোর মাসুল দিতে হচ্ছে পেট্রোলের দামের মাধ্যমে। অসমের মানুষের একটা জাত্যাভিমান রয়েছে। এদেরকে এখান থেকে হঠাতে হবে। জীবন বাজি রেখে লড়াই করতে হবে। সিবিআই, ইডির ভয় দেখানোর যে কাজ বিজেপি করে তাতে কোনও ফল হয় না। আমাকে দশবার ইডি-সিবিআই ডেকেছে। আমার ঘরে রেড করেছে। তার পরেও দিল্লিতে আমাকে ডেকেছে। আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, ক্ষমতা থাকলে কিছু করে দেখাক বিজেপি। আমরা শেষ শ্বাস পর্যন্ত লড়াই করবে। মাথা নত করব না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর