SriLanka: অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় জ্বলছে নেতা-মন্ত্রীদের বাড়ি, জনরোষে মৃত ৮, আহত অন্তত ২৫০ - Bangla Hunt

SriLanka: অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় জ্বলছে নেতা-মন্ত্রীদের বাড়ি, জনরোষে মৃত ৮, আহত অন্তত ২৫০

By Bangla Hunt Desk - May 11, 2022

সোমবার থেকে নতুন করে শ্রীলঙ্কায় গনবিক্ষোভ শুরু হয়েছে। সেখানে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জন প্রাণ হারিয়েছেন, এবং অন্তত ২৫০ জন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে দেশের একজন এমপি বা আইনসভার সদস্যেরও।  একই সঙ্গে বেছে বেছে শাসকদলের নেতা এবং মন্ত্রীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ৮৮টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন- দেশের আট’টি রাজ্যে ‘সংখ্যালঘুর’ মর্যাদা পাবে হিন্দুরা! কেন্দ্র তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। বিক্ষোভের শুরু তারপরই। মাহিন্দার সমর্থকেরা অস্ত্র নিয়ে বিক্ষোভ দেখাতে পথে নামেন। শুরু হয় সংঘর্ষ। মাহিন্দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারপরেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় রাজাপক্ষের পূর্বপুরুষের বাড়ি এবং দেশের আরও বেশ কয়েকজন রাজনীতিবিদের বাড়িতে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর শ্রীলঙ্কায় আপাতত সেনা শাসন জারি রয়েছে। পরিস্থিতি সামলাতে বুধবার রাজধানী কলম্বো এবং বিক্ষোভ চলা শহরগুলিতে সেনাবাহিনী নামানো হয়েছে।
বর্তমানে সেখানে ফের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবং রাস্তায় দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হিংসায় যুক্ত হতে দেখলেই তাকে গুলি করা হবে। দেশবাসীর কাছে এই শুট অ্যাট সাইট-এর বার্তা স্পষ্ট করা হয়। রাজাপাক্ষের পৈতৃক বাসভবনের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী জনস্টন ফার্নানডোর বাসভবনকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার জনরোষে এখনও পর্যন্ত এক সাংসদ সহ আটজনের মৃত্যু।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর