৬ কোটি টাকা মুল্যের সাপের বিষ ভর্তি কাচের জার আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী - Bangla Hunt

৬ কোটি টাকা মুল্যের সাপের বিষ ভর্তি কাচের জার আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী

By Bangla Hunt Desk - June 04, 2020

বালুরঘাট ৪ জুন ; গোপন সুত্রে খবর পেয়ে ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি গ্রামের বাড়িতে হানা দিয়ে ছয় কোটি টাকা মুল্যের সাপের বিষ ভর্তি কাচের জার আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার ঠাকুরপুরা এলাকার সীমান্ত জামরাইল গ্রামে। সীমান্তের গ্রামে আন্তর্জাতিক চোরা বাজারে আনুমানিক মুল্য প্রায় ৬ কোটি টাকার সাপের বিষ ভর্তি জার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য এলাকায়।

১৯৯ ব্যাটিলিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর সুত্রে জানা গেছে আজ বিকেলে গোপন সুত্রে খবর পেয়ে বাহিনীর দীঘিপাড়া ক্যাম্পের কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা বালুরঘাট থানার ঠাকুরপুরা এলাকার জামরাইল গ্রামে ওরাজ মন্ডলের বাড়িতে হানা দিয়ে সাপের বিষ ভর্তি কাচের জারটি আটক করে। সুত্রের খবর ওই সাপের বিষ ভর্তি কাচের জারটি ফ্রান্স থেকে বাংলাদেশ থেকে পাচার হয়ে গতকাল রাতেই ওরাজ মন্ডলের বাড়িতে নিয়ে এসে রাখা হয়। উদ্দেশ্য ছিল গোপনে এই সাপের বিষ ভর্তি কাচের জারটি দেশের অন্যত্র পাচার করবার জন্য নিয়ে ছক কষা হয়েছিল। কিন্তু সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা হানা দিয়ে জার ভর্তি সাপের বিষ আটক করে পাচারকারিদের সেই ছক বানচাল করে দেয় বলে ১৯৯ সীমান্ত রক্ষী বাহিনীর তরফে দাবি করা হয়। যদিও সীমান্ত রক্ষী হানা দেওয়ার আগেই বাড়ির পেছনের দরজা দিয়ে ওই পাচারকারি ওরাজ মন্ডল পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।

উল্লেখ্য ২০১৮ সালে এই জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে এরকম ভাবে বেশ কয়েকবার সাপের বিষ ভর্তি জার আটক করেছিল সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। পরে তদন্তে নেমে এস টি এফ এই পাচার চক্রীর দুই সহযোগীকে দক্ষিন দিনাজপুর জেলার ভারত- বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি শহর থেকে এক প্রাথমিক শিক্ষককে ও বালুরঘাট শহর থেকে আরও একজন শিক্ষককে গ্রাফতার করেছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর