৪ মে থেকে দেশের বিভিন্ন প্রান্তে শিথিল হচ্ছে লকডাউন! সিদ্ধান্ত কেন্দ্রের - Bangla Hunt

৪ মে থেকে দেশের বিভিন্ন প্রান্তে শিথিল হচ্ছে লকডাউন! সিদ্ধান্ত কেন্দ্রের

By Bangla Hunt Desk - April 30, 2020

লকডাউন নিয়ে এবার বড়োসড়ো আপডেট দিল কেন্দ্র। ৪ মে থেকে দেশের বিভিন্ন প্রান্তে গ্রীন জোন গুলিতে লকডাউন শিথিল করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবিষয়ে টুইট করে সকল রাজ্য প্রশাসনকে এ কথাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র।

টুইটে বলা হয়েছে এই সংক্রান্ত বিধি-নিষেধ ৩ মে এর মধ্যেই সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের কাছে পৌঁছে যাবে। কাল সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে 1 নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কথা। ইতিমধ্যেই লকডাউন বাড়ানোর ব্যাপারে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন এসেছে। তাই লকডাউন বাড়ানো হলে পরিযায়ী শ্রমিকদের আগে ঘরে ফেরানো দরকার। সেই জন্যই বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশ মতো দেশে লকডাউনের পরবর্তী রুপরেখা ঠিক করতে একটি রিভিউ কমিটির বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। সেই বৈঠক থেকে জানানো হয় বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সমস্ত বিধি-নিষেধ মানতে হবে। ৪ মে থেকে নতুন গাইড লাইন দেওয়া হবে। সেই গাইডলাইনে দেশের সমস্ত গ্রিন গুলোকে লকডাউন থেকে ছাড় দেওয়া হবে। সেই সব জায়গায় প্রায় সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হবে এবং ছাড় দেওয়া হবে গণপরিবহনকেও।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর