২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মালদা শহরের বাসিন্দারা আলোর রোশনাই এর মধ্য দিয়ে অন্যভাবে দিন কাটালেন - Bangla Hunt

২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মালদা শহরের বাসিন্দারা আলোর রোশনাই এর মধ্য দিয়ে অন্যভাবে দিন কাটালেন

By Bangla Hunt Desk - December 26, 2020

জয়দীপ মৈত্র, বিশেষ প্রতিবেদনঃ ২৫ শে ডিসেম্বর তথা বড়দিন উপলক্ষে শুক্রবার রাতে মালদা শহরের ফোয়ারা মোড়ের আলোর রোশনাই এর মধ্য দিয়ে ও জাতি ধর্ম নির্বিশেষে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রসঙ্গত, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এবং ইংরেজ বাজার শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পরিচালনায় পবিত্র বড়দিন উপলক্ষে ফোয়ারা মোড়ে এক বিরাট সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস, ইংরেজ বাজার শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি অরিজিৎ দাস, এছাড়াও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেদু নারায়ণ চৌধুরী, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস ও মালদা জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক সাজু দেওয়ান,ও জিয়াউল মমিন সহ আরো অন্যান্যরা।

এবছর করোনা মহামারীর জন্য সারা পৃথিবী সহ দেশজুড়ে এক প্রবল সংকটের মধ্য দিয়ে সকলেই চলেছেন, কিন্তু তারই মাঝে মালদা শহরের সকল মানুষদের আনন্দ দিতে ও মন ভালো রাখার নিরিখে শুক্রবার ২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আবেগপ্রবণ মুহূর্তের আনন্দ দিতেই জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাসের উদ্যোগে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে ছিল রাতে সান্তাক্লজ এর টুপি পড়ে অথবা সান্তাক্লজের পোশাকের বেশে আবাল-বৃদ্ধ-বণিতার সমাগম ঘটে ছিল চোখে পড়ার মতন। আর তা বলাই বাহুল্য করোনা অতিমারির ভয় দূরে সরিয়ে রেখে মালদা শহরের মানুষরা বড়দিন উপলক্ষে আনন্দ আবেগপ্রবণ মুহুর্ত কাটানোর জন্য অনুষ্ঠানের মধুর গানের মধ্য দিয়েই বড়দিনের রাত উপভোগ করার পাশাপাশি আলোর রোশনাই এর ছটায় গা ভাসিয়ে দিনটি কাটালেন। পাশাপাশি বরাবরই ভালো কাজ সহ মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা মালদার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাসের নাম সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। এই বছরও ২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মালদা শহরের বাসিন্দাদের আনন্দের পরিবেশ উপহার দিতে কৃষ্ণ দাসের এই উদ্যোগ যা সকলেই সাধুবাদ জানিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর