যোগীকে বিঁধতে, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে লড়বে আপ, ঘোষণা কেজরিওয়ালের - Bangla Hunt

যোগীকে বিঁধতে, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে লড়বে আপ, ঘোষণা কেজরিওয়ালের

By Bangla Hunt Desk - December 15, 2020

বাংলা হান্ট ডেস্ক ; দিল্লির পর এবার আম আদমি পার্টি (এএপি)-র চোখ উত্তরপ্রদেশে। ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়বে আপ। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আপ দিল্লিতে দেওয়া সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছে বলেও এ দিন দাবি করেছেন কেজরীবাল।

এদিন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লিতে ক্ষমতায় ৮ বছর রয়েছে আপ। আম আদমি পার্টির দিল্লিতে সুশাসন প্রতিষ্ঠা করেছে। সেই উদাহরণ টেনে উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কেজরীবাল বলেন, ‘গত ৮ বছরে দিল্লিতে ৩ বার সরকার গড়েছে আপ। আমরা পঞ্জাবে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছি। কিন্তু আজ আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই— ২০২২ সালে আপ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়বে।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর