১৫ ডিসেম্বর ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের শেষ দিনে ভোটকেন্দ্রে উৎসুক ভোটারদের ভিড় - Bangla Hunt

১৫ ডিসেম্বর ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের শেষ দিনে ভোটকেন্দ্রে উৎসুক ভোটারদের ভিড়

By Bangla Hunt Desk - December 15, 2020

বালুরঘাট ; আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনের আগে আজই ছিল ভোটার তালিকায় নাম সংযোজন ও নির্ভুল নাম তোলার শেষ তারিখ। শেষ দিনে সেই তালিকায় নাম তোলা ও নাম শুদ্ধ করবার জন্য বালুরঘাটের বেশ কয়েকটি কেন্দ্রে দেখা গেল উৎসুক ভোটারদের ভীড়।

বালুরঘাট শহরের তেমন একটি ভোট কেন্দ্র বালুরঘাট কলেজ প্রাঙ্গণে দেখা মিলল ভোটারদের নাম তোলার ও নাম শুদ্ধ করার ভীড়।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ২০২০ থেকে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলার ৬ টি বিধানসভার ভোট কেন্দ্র গুলিতে এই নাম তোলা ও নামের ভুল থাকলে তা শুদ্ধ করার জন্য প্রক্রিয়াকরন শুরু হয়েছে। চলতি মাসের আজকের এই দিন ১৫ ডিসেম্বর অবদ্ধি ভোটারদের কাছে তাদের নাম তোলা ও শুদ্ধকরনের তার শেষ দিন ছিল। সেদিকে তাকিয়েই আজ জেলার বিভিন্ন ভোট কেন্দ্র তাদের নাম তোলা ও শুদ্ধকরনের জন্য ভীড় জমায় জেলার ভোটাররা। জানা গেছে আগামী ২০২১ এর ১৫ জানুয়ারী নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। সেই প্রকাশিত ভোটার তালিকার নিমিত্তে রাজ্যে ২১ এর বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর