হোলিতে রং খেলাকে কেন্দ্র করে বোমাবাজিতে উত্তপ্ত টিটাগড়! জখম ৩ - Bangla Hunt

হোলিতে রং খেলাকে কেন্দ্র করে বোমাবাজিতে উত্তপ্ত টিটাগড়! জখম ৩

By Bangla Hunt Desk - March 19, 2022

বাংলাহান্ট ডেস্কঃ হোলিতে রং খেলাকে কেন্দ্র করে বোমাবাজিতে উত্তপ্ত টিটাগড়! টিটাগড়ের পিকে বিশ্বাস রোড এলাকাতে রং খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বোমাবাজি। জখম ৩ জন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় সূত্রে খবর, পিকে বিশ্বাস রোড রং খেলছিল ওই এলাকারই কিছু যুবক, এরপরে পাশের পাড়া থেকে তাদের রং দিতে আসে বেশ কিছু যুবক। এ নিয়েই শুরু হয় ঝামেলা। তারপরই শুরু হয় বোমাবাজি। পরপর দুটি বোম মারা হয় বলে খবর। বোমের আঘাতে জখম হয় ৩ জন। প্রত্যেককেই বলরাম স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর