হোম কোয়ারেন্টাইনে থাকা এক পারিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চঞ্চল্য ছড়ালো এলাকায় - Bangla Hunt

হোম কোয়ারেন্টাইনে থাকা এক পারিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চঞ্চল্য ছড়ালো এলাকায়

By Bangla Hunt Desk - June 07, 2020

বালুরঘাট ৭ জুন ; হোম কোয়ারেন্টাইনে থাকা এক পারিযায়ী শ্রমিকের রহস্য জনক মৃত্যুকে ঘিরে চঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার পাগলিগঞ্জ এলাকায়। মৃতের নাম দীলিপ পন্ডিত, বয়স ৬০। খবর পেয়ে বালুরঘাট থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পারিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানিও সুত্রে জানা গেছে চলতি সপ্তাহেই দীলিপ পন্ডিত পুনে থেকে তার নিজের বাড়ি পাগলিগঞ্জে ফিরে আসেন। সরকারি নির্দেশ মত স্বাস্থ্যবিধি মেনে নিজেই তার বাড়ির পাশে একটি চালু না হওয়া মার্কেটের ঘরে আর ও ফিরে আসা একজন পারিযায়ী শ্রমিকের সাথে তিনিও হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানিয়েছে স্থানিওরা। গতকাল গভীর রাত্রে দীলিপ পন্ডিত অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তার বাড়ির লোকজন তার কাছে ছুটে আসলে দীলিপ বাবু নাকি তাদের জানায় তাকে সাপে কেটেছে। অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

যদিও এই রহস্য জনক মৃত্যু নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের তরফে এখনও কেউ কোন মুখ খুলতে চান নি। পাশাপাশি করোনা আক্রান্তের নতুন কোন রিপোর্ট জেলাতে পাওয়া যায় নি। সুতরাং সেই ৪৩ সংখ্যাতেই আটকে আছে গতকাল ও আজ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর