হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনায় মালদায় গ্রেপ্তার ১ - Bangla Hunt

হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনায় মালদায় গ্রেপ্তার ১

By Bangla Hunt Desk - July 14, 2020

মালদা, ১৪ জুলাই : বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনায় মালদায় গ্রেপ্তার ১।

হেমতাবাদে বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করে রায়গঞ্জের নিয়ে গেল সিআইডি। আরেক জনকে খুজছে পুলিশ। গত দুইদিন ধরে বিধায়কের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। দলের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়।

বিধায়কের সাথে লেনদেন সংক্রান্ত বিষয়ে নাম উঠে আসে মালদা জেলার দুইজনের। ইংরেজবাজার থানার পুলিশ এবং সিআইডি যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে মালদা শহরের মকদোমপুর এলাকায় একটি ফ্ল্যাট বাড়ি থেকে নিলয় সিংহ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

আরো একজন চাঁচল থানা এলাকার বাসিন্দা মামুন আলির (৪০) নাম উঠে আসে তদন্তে। যদিও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার দুপুরে ধৃত নিলয় সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জে নিয়ে যায় সিআইডির দল। পুলিশের প্রাথমিক অনুমান মৃত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের সঙ্গে আর্থিক লেনদেন হতে পাড়ে নিলয় বাবু এবং মামুন আলীর। সোমবার রাতে মালদা জেলার দুই জায়গায় হানা দেয় পুলিশ। একজন পালিয়ে গেলেও মালদা শহরের মকদোমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নিলয় সিংহকে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদ্দেশ্যে নিয়ে যায় সিআইডি।

যদিও বিধায়কের খুনের ঘটনা অস্বীকার করেছে নিলয় বাবু।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর