হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুতে ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধে মিশ্র প্রভাব পড়ল - Bangla Hunt

হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুতে ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধে মিশ্র প্রভাব পড়ল

By Bangla Hunt Desk - July 14, 2020

বালুরঘাট ১৪ জুলাই ; হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধে দক্ষিন দিনাজপুর জেলায় মিশ্র প্রভাব পড়েছে। যদি করোনার অতিমারি জেরে জেলার বেশ কিছু এলাকায় লকডাউন চলার দরুন দোকান পাট বন্ধ রয়েছে। তবে বিভিন্ন জায়গায় সবজি বাজার খোলা ছিল। জেলায় সরকারি যানবাহন রাস্তায় নামলেও বেসরকারি পরিবহনের সংখ্যা বেশ নগন্য। আজ সকালে বালুরঘাট শহরের উত্তরবংগ রাষ্ট্রীয় পরিবহন সংস্থ্যার বাস স্ট্যান্ড থেকে ছাড়া সরকারি বাস চলাচলে বিজেপির কয়েকজন সমর্থক ও কর্মী বাধা দিতে গেলে পুলিশ তাদের সেখান থেকে হঠিয়ে দেয়। এখন ও পর্যন্ত এই বনধকে ঘিরে জেলায় কোন অপ্রিতিকর পরিস্থিতি দেখা মেলেনি। নেই কোন ধর পাকড়।জনজীবন কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর