BREAKING NEWS: হালিশহর আচার্য্য পাড়ায় গীতা মন্ডলের করোনা রিপোর্ট নেগেটিভ - Bangla Hunt

BREAKING NEWS: হালিশহর আচার্য্য পাড়ায় গীতা মন্ডলের করোনা রিপোর্ট নেগেটিভ

By Bangla Hunt Desk - April 23, 2020

অবশেষে হালিশহর ৩ নং ওয়ার্ডের আচার্য্য পাড়ায় গীতা মন্ডলের করোনা রিপোর্ট নেগেটিভ এলো। গতকাল সন্দেহ করা হচ্ছিল গীতা মণ্ডলের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু আজ আইসিএমআর এর থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে গীতা মন্ডলের করোনা রিপোর্ট নেগেটিভ।

কল্যাণী জে এন এম হাসপাতাল সূত্রে খবর গত ২১ তারিখে যে স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছিল ২২ তারিখে তার টেস্টিং হয়। আজ তার রিপোর্ট হাতে এসেছে। সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে গতকাল করোনার খবর ছড়িয়ে যেতেই এলাকায় হৈ হৈ হয়ে পড়ে যায়। চারিদিকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ওয়ার্ডে স্থানীয়রা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাস্তা আটকাতে শুরু করেন। হালিশহর আচার্য্য পাড়ার এলাকাটিও সিল করে দেওয়া হয়।

কিন্তু আজ রিপোর্ট হাতে আসতেই পরিষ্কার হয়ে গেল গীতা মন্ডল করোনা নেগেটিভ। আর এরপর থেকেই আস্তে আস্তে কাটতে শুরু করেছে আতঙ্কের পরিবেশ । চারিদিকে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর