হলদিয়া তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩, আহত ৪৫ - Bangla Hunt

হলদিয়া তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩, আহত ৪৫

By Bangla Hunt Desk - December 22, 2021

হলদিয়া তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি টাওয়ারে লাগে, তাতে ঝলসে মৃত্যু হল ৩ জনের। অগ্নিকাণ্ডে আহত ৪৫ জন। মঙ্গলবার দুপুর নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জখমদের মধ্যে কয়েক জনকে গ্রিন করিডর করে কলকাতায় আনা হয়েছে। তাঁদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েক জনকে আনা হচ্ছে কলকাতায়।

হলদিয়া শিল্পাঞ্চলের তৃণমূলের অবজার্ভার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৪৭ জন জখম বলে জানতে পেরেছি। এঁদের মধ্যে ৭ জন বাদ দিয়ে বাকিদের কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে।’’ জখমদের কয়েক জন ভর্তি তমলুক হাসপাতালে।

যদিও দুর্ঘটনার কিছুটা পরে কারখানার তরফে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর দু’টো বেজে ৫০ মিনিটে এমএসকিউ টাওয়ারে শাটডাউন সংক্রান্ত কাজ চলার সময় দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে তিন জনের মৃত্যু হয়েছে। ঝলসে গিয়ে জখম হয়েছেন ৪৪ জন। আগুন দ্রুত আয়ত্তে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর