হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক - Bangla Hunt

হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক

By Bangla Hunt Desk - January 12, 2023

মালদাঃ রাজ্য-জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক।হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর এলাকার রাধিকাপুরের বাসিন্দা মোহাম্মদ মহসিন ২০১৭ সালের মার্চ মাসের ১৬ তারিখে কুমেদপুর বেতাহাল প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষক পদে যোগদান করেন। ৭ থেকে ৮ মাস শিক্ষকতা করে এক মাসের বেতন ১৭,২৭৬ টাকা তুলেন। এরপর ওই ব্যক্তির সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জাল নিয়োগ পত্রের বিষয় ধরে ফেলে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় তার বেতন। পরবর্তীতে বেতনের জন্য ওই ব্যক্তি হাইকোর্টের দারস্থ হলে তদন্তের ভিত্তিতে তার আবেদন খারিজ হয় এবং পাল্টা তার নামে গ্রেফতারি পরোয়োনা জারি হয়। বুধবার রাতে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত মহম্মদ মহসিনকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। ক্যামেরার সামনে ওই ভুয়ো শিক্ষক অভিযোগ করেন তার কাছে চার লক্ষ টাকা নিয়ে চাকরি করে দিয়ে ছিলেন মোথাবাড়ির এক তৃণমূল নেতা শেখ গিয়াস উদ্দিন। সমগ্র ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। সাফাই তৃণমূলের। প্রশ্নের মুখে তৎকালীন স্কুল ইন্সপেকটর সৈকত ঘোষের ভূমিকা। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে জেলা জুড়ে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর