হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার এক বাইক পাচারকারী - Bangla Hunt

হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার এক বাইক পাচারকারী

By Bangla Hunt Desk - January 27, 2022

মালদাঃ- হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার এক বাইক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারীর খনতা গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। ধৃত যুবকের নাম দীপক পরিহার বয়স 22। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি বাইক।

আরো পড়ুন- গোটা দেশে পিএম(‌পুলিশ মেডেল)‌ সম্মানে মনোনীত হয়েছেন মালদার ২ পুলিশ আধিকারিক

পুলিশ সূত্রে খবর ওই বাইক দুটি এলাকা থেকে চুরি হয়েছিল। গতকাল গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বাহিনী ওই যুবকের বাড়িতে হানা দেয়। বাড়িতেই রাখা ছিল ওই দুটি চুরি যাওয়া বাইক। সেখান থেকেই ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাইক দুটি পাচার করার জন্য রাখা হয়েছিল।আজ ধৃত এই বাইক চুরির পান্ডা কে চাচোল মহকুমা আদালতে পেশ করা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর