স্বামীর অত্যাচারে আত্মঘাতী হলেন মা ও শিশু - Bangla Hunt

স্বামীর অত্যাচারে আত্মঘাতী হলেন মা ও শিশু

By Bangla Hunt Desk - April 24, 2020

মালদা ২৪ এপ্রিল ; স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দুই বছরের পুত্র সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল মা ও শিশু। মর্মান্তিক ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়।
জানা গেছে ওই গৃহবধূর নাম লিজা খাতুন(১৮)। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা যদুপুর অঞ্চল জুড়ে। এই ঘটনার পর পলাতক অভিযুক্ত গৃহবধূর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন।

পরিবার সূত্রে জানা যায় গত তিন বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের বাসিন্দা একবর সেখের সঙ্গে বিয়ে হয় লিজা খাতুনের। মৃতা গৃহবধূর মা লাইলি বিবির অভিযোগ বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মেয়ের উপর অত্যাচার করত জামাই এবং শ্বশুরবাড়ির লোকজন। এই পরিস্থিতিতে বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে একবর সেখ। এই নিয়ে প্রতিদিনই ঝামেলা লেগে থাকত তাদের মধ্যে। সেই অত্যাচার সহ্য করতে না পেরে শুক্রবার সকালে স্থানীয় রেললাইনে ওই গৃহবধূ তার দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে ঝাঁপ দেয় বলে। ঘটনাস্থলেই মারা যায় ওই গৃহবধূ এবং পুত্রসন্তান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর