স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ'র মন্তব্যে বিতর্কে ঝড় - Bangla Hunt

স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়

By Bangla Hunt Desk - January 12, 2023

স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেতার দাবি, স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন। বিজেপি নেতার মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের ঝড়।

বৃহস্পতিবার যুব সম্প্রদায়ের আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা যুব দিবস পালিত হয়েছে গোটা দেশে। বিষ্ণুপুরে (Bishnupur) জেলা বিজেপি নেতৃত্ব স্বামীজির জন্মদিবস উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিল। তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’র বক্তব্য, ”স্বামী বিবেকানন্দ নবরুপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে। কারণ যেভাবে স্বামীজি দেশের কাজ করতেন আর আজ দেশসেবায় মোদি যেভাবে নিয়োজিত, তাতে আমার মনে হয়েছে, উনিই আজকের স্বামীজি।”

আরো পড়ুন- কেতুগ্রামে ভরা বাজারে শ্যুটআউট

স্বভাবতই তাঁর এহেন মন্তব্য বিতর্ক উসকে দিয়েছে। এর আগে একটি সভা থেকে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও (Jagannath Sarkar) একই দাবি করেছিলেন। নরেন্দ্র মোদিকে তুলনা করেছিলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে। এবার সৌমিত্র খাঁ। তবে দলের সাংসদের এই মন্তব্যের দায় নেয়নি স্থানীয় নেতৃত্ব। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন, ”আমাদের সাংসদ বলেছেন। তাই এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, ”আজই বিজেপির একগুচ্ছ বিধায়ক আমাদের দলে নাম লেখানোর জন্য লাইন দিয়েছেন। তা দেখেই বিজেপির এই সাংসদের মাথা খারাপ হয়েছে। সেই কারণেই যুগপুরুষ বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদিকে এক আসনে বসিয়েছেন এই সাংসদ।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, ”গবেষকরা এই সুযোগ ছাড়বেন না। ওঁর মস্তিষ্কের ধূসর জায়গার এমআরআই করা উচিত।” বিবেকানন্দের জন্মদিনে তাঁকে নিয়ে এহেন মন্তব্য দিনটির তাৎপর্যকেই খানিকটা খাটো করে দিল বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর