স্বরূপনগর বিধানসভায় 'হাকিমপুর টু দীঘা' বাস উদ্বোধন হল - Bangla Hunt

স্বরূপনগর বিধানসভায় ‘হাকিমপুর টু দীঘা’ বাস উদ্বোধন হল

By Bangla Hunt Desk - July 04, 2020

বাপ্পাই দত্ত :- উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর বিধানসভার অন্তগত হাকিমপুর টু দীঘা বাস উদ্বোধন করলেন উত্তর ২৪ পরগনা পূর্ত পরিবহন কর্মদক্ষ নারায়ন গোস্বামী। বাংলার বুকে সীমান্ত এলাকায় পশ্চিমবঙ্গ ট্যুরিজম সেক্টরে পরিকাঠামো ও পরিষেবা বৃদ্ধি করার জন্য এবং বাংলা সাধারণ মানুষকে পর্যটনের এর মাধ্যমে আনন্দ উপভোগ করার জন্য এই অভিনব কর্মসূচি রূপদান করলেন নারায়ন গোস্বামী।

এদিন নারায়ন গোস্বামী জানান ভ্রমণপিপাসু মানুষের জন্য খুবই অল্প টাকায় এই বাস পরিষেবা পরিবহন দপ্তরের পক্ষ থেকে চালু করা হল। এছাড়া জনস্বার্থের কথা ভেবে এই বাসে আপনারা বারাসাত জেলা , কলকাতা দক্ষিণেশ্বর লাগোয়া হয়ে দীঘা পৌঁছাবে। অর্থাৎ যদি কোন যাত্রীর কলকাতা যাওয়ার দরকার হয় তার জন্যও এই বাস পরিষেবা দেবে। অন্যদিকে এই বাস পরিষেবার মাধ্যমে দুই সীমান্তের সঙ্গে দীঘা যাওয়ার নতুন সংযোগ স্থল তৈরি হল।

এইবার পরিষেবা চালু হওয়ার ফলে স্বরূপনগর বিধানসভায় এলাকায় আরো নতুন ভাবে ব্যবসার মানোন্নয়ন হবে এবং অর্থনৈতিক পরিবেশ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সব মিলিয়ে আগামী দিন যুগন্তরকারী পরিবেশ লক্ষ্য করা যাবে স্বরূপনগরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর