স্প্রিন্টার হিমা দাস মাত্র ২০ বছর বয়সে রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত - Bangla Hunt

স্প্রিন্টার হিমা দাস মাত্র ২০ বছর বয়সে রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত

By Bangla Hunt Desk - June 15, 2020

অসমের স্প্রিন্টার হিমা দাস কে রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হলো । অসম সরকার গত ৫ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে খেলরত্নের জন্য হিমা দাসের নাম সুপারিশ করে।  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এ বছরের অন্যতম কনিষ্ঠ অ্যাথলিট হিসেবে এই সম্মানের জন্য হিমা দাসকে মনোনীত করে ।

হিমা দাস ছাড়াও এই সম্মানের জন্য মনোনীত করা হয়েছে ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা, অ্যাথলিট নীরজ চোপড়া, কুস্তিবীর ভিনেশ ফোগাট, টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা, হকি তারকা রানি রামপাল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর