স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক দশম শ্রেণীর ছাএী - Bangla Hunt

স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক দশম শ্রেণীর ছাএী

By Bangla Hunt Desk - May 27, 2022

মালদাঃ- স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক দশম শ্রেণীর ছাএী। ঘটনাটি মানিকচকের কোরিয়া সুলতানপুর এলাকার। পাঁচদিন কেটে গেলেও এখন পর্যন্ত মেলেনি কোন সন্ধান।ফলে দুঃচিন্তাই ঘুম উড়েছে ছাএীর পরিবার পরিজনদের।নিখোঁজ ছাএীর খোঁজ পেতে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকজন।

পরিবার সূএে জানা গেছে,নিখোঁজ স্কুল ছাএীর নাম সালমা খাতুন(১৭)।মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলের দশম শ্রেণীর ছাএী।সোমবার,বাড়ি থেকে বের হয় কন্যাশ্রী প্রকল্পের ফর্ম আবেদন করার কথা বলে।তারপর থেকে কোন খোঁজ মেলেনি ছাএীর।পরিবারের লোকজনেরা আত্মীয় পরিজনদের বাড়ি খোঁজ নিলেও কোন সন্ধান মেলেনি।

অবশেষে মানিকচক থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।দুঃচিন্তাই দিন কাটছে পরিবারটির।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর