সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করলো পুলিশ - Bangla Hunt

সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করলো পুলিশ

By Bangla Hunt Desk - July 08, 2020

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- পথচলতি জনগণকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে বামনগোলা থানা ও পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি পুলিশ প্রশাসন পক্ষ থেকে র‌্যালি মাধ্যমে এদিন পথ নিরাপত্তা সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হয়।

এদিন পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত আধিকারিক অজয় চৌধুরী ও মিলন কুমার সরকার নেতৃত্বে পাকুয়াহাট ফাঁড়ি থেকে পাকুয়াহাট বিভিন্ন এলাকায় র‌্যালি করে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিন জনগণকে পথ নিরাপত্তা বিষয় সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারই পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষসহ বাইক আরোহীদের হেলমেট ব্যবহার করার জন্য সচেতন বার্তা দেওয়া হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর