সেনাকে পূর্ণ স্বাধীনতা ভারতের, কোনভাবেই সীমান্তে চিনের আগ্রাসন মেনে নেওয়া হবে না - Bangla Hunt

সেনাকে পূর্ণ স্বাধীনতা ভারতের, কোনভাবেই সীমান্তে চিনের আগ্রাসন মেনে নেওয়া হবে না

By Bangla Hunt Desk - June 17, 2020

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ নিয়ে গতকাল রাত চারটে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার চার কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে আলোচনায় বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার চিফ জেনারেল এমএম নারাভানে।

সংবাদ সূত্রে খবর, গতকাল রাত ১০ টায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও সেনা চিফ জেনারেল এমএম নারাভানেকে নিয়ে আলোচনায় বসেন। সেনাবাহিনীর বর্তমান অবস্থান, সীমান্তে সেনাদের উত্তেজনা ও কূটনৈতিক ভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে গভীর রাত পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা হয়।

আলোচনা শেষে ভারতীয় সেনাকে যেকোনো চিনা আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। ভারত ইন্দো-চিন সীমান্তে শান্তি বজায় রাখার জন্য সম্পূর্ণ চেষ্টা করবে কিন্তু চীনের তরফ থেকে যদি কোন আগ্রাসন দেখানো হয় তাহলে ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে। এদিকে লাদাখে সেনাদের মৃত্যুতে ভারতীয় সেনার মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে এবং ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেওয়ার জন্য সময়ের অপেক্ষায় রয়েছে।

লাদাখের ঘটনা শুনেই গুজরাতের আহমেদাবাদে বাপুনগর শহর ও ভারতের বিভিন্ন জায়গায় চিনা রাষ্ট্রপতি শি জিন পিং -এর ছবি পোড়ানো হচ্ছে। এমনকি চিনা পণ্য সামগ্রী পোড়ানো ও বয়কটের দাবি উঠছে।

এদিকে রাষ্ট্রসংঘ ভারত ও চিনের সীমান্ত সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় সেনার মৃত্যুতে আমেরিকা শোক প্রকাশ করেছে এবং বর্তমান পরিস্থিতির উপর তারা নজর রাখছে বলে জানিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর