সিঙ্গুরে ধর্নায় বসবে বিজেপি, টানা তিন দিনের কৃষক আন্দোলনের ডাক শুভেন্দুর - Bangla Hunt

সিঙ্গুরে ধর্নায় বসবে বিজেপি, টানা তিন দিনের কৃষক আন্দোলনের ডাক শুভেন্দুর

By Bangla Hunt Desk - December 12, 2021

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে পালাবদলে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুরের জমি আন্দোলন। সাড়ে তিন দশকের বাম জমানা শেষ করে রাজ্যে তৃণমূল সরকার গঠনের বড় ভুমিকা নিয়েছিল সিঙ্গুরের জমি আন্দোলন।
এ বার সেই সিঙ্গুরেই মমতা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। শনিবার সে কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর টানা তিন দিন সিঙ্গুরে ধর্নায় বসবে বিজেপি।
ওই ধর্নায় শুভেন্দু ছাড়াও থাকবেন বিজেপি-র রাজ্য কৃষক মোর্চা সভাপতি মহাদেব সরকার।

আরো পড়ুন- গোয়া জিতলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের ঘোষণা তৃণমূলের, প্রত্যেক গৃহকর্ত্রী পাবে মাসে ৫০০০

কেনো ধর্নায় বসবে বিজেপি?

শুভেন্দু অধিকার জানান, ঘূর্ণিঝড় জওয়াদ ও নিম্নচাপের প্রভাবে রাজ্যে বেশ কিছু জায়গায় চাষের ক্ষতি হয়েছে, কিন্তু সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। বর্ষার জন্য যেভাবে আলু, আমন ধান প্রায় ৫০ শতাংশ তোলা যায়নি, ফুল এবং শীতকালিন সবজি ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ৭টি দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছি। রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে একজন আলু চাষি আত্মহত্যা করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে একজন BDO পর্যন্ত তাঁর বাড়িতে যায়নি। শাসক দল কথায় কথায় নাগাল্যান্ড, উত্তরপ্রদেশে প্রতিনিধি দল পাঠায়। কিন্তু, এই কৃষকের বাড়িতে কেউ যায়নি। BJP-র একটি প্রতিনিধি দল ওই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করছে। আমরা আগামী দিনে তাঁদের পাশে থাকব। অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্য সার ও বীজ দেওয়া হোক।’

শনিবার এ নিয়ে অভিযোগ জানাতে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি-র প্রতিনিধি দল যান রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে। সঙ্গে ছিলেন কৃষক মোর্চার নেতা মহাদেব-সহ আরও অনেকে। রাজ্যাপালের সঙ্গে সাক্ষাতের পরে শুভেন্দু জানান, কৃষকদের স্বার্থে রাজ্য সরকার যাতে উদ্যোগ নেয় তার জন্য রাজ্যপালের কাছে তাঁরা দরবার করেছেন। এ ব্যাপারে রাজ্যপাল যাতে সরকারের উপরে চাপ তৈরি করেন সে ব্যাপারেও শনিবার বিজেপি-র প্রতিনিধি দল ধনখড়ের কাছে আর্জি জানায় বলে জানা গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর