সাপে কাটা যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুর কুমারগঞ্জ হাসপাতাল চত্বর - Bangla Hunt

সাপে কাটা যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুর কুমারগঞ্জ হাসপাতাল চত্বর

By Bangla Hunt Desk - September 18, 2020

বালুরঘাট, ১৮সেপ্টেম্বর- চিকিৎসকের গাফিলতিতে সাপে কাটা এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। প্রতিবাদে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন রোগীর পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বড়াহার হাসপাতালে ঘটনা। শুক্রবার ঘটনা ঘিরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত বাসিন্দারা। মৃত যুবকের নাম ভজন সরকার (২৪)। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্ত পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করেছেন মৃতের পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেশায় অটোচালক ভজন সরকার বিশ্বকর্মা পূজা উপলক্ষে আনন্দ-ফূর্তি করছিলেন। রাতেই ওই এলাকায় তাকে সাপে কামড় দেয় বলে জানা গেছে। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরবর্তীতে ঘটনা প্রকাশ্যে আসায় তাকে বড়াহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ দীর্ঘ সময় থাকার পরেও চিকিৎসককে ডেকেও তিনি তিনি আসেননি। যার পড়ে মৃত্যু হয় ভজন সরকারের। ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে ব্যাপক ভাঙচুর করে উত্তেজিত বাসিন্দারা। এক ছেলে ও এক মেয়ে রেখে ভজন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মৃতের দাদা অমিত সরকার, জেঠু তরণী সরকাররা জানিয়েছেন, সাপে কামড়ানোর ঘটনা জানতেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও চিকিৎসক সেখানে আসেনি। যার কারণেই অকালে প্রাণ দিতে হলো ভজন সরকারকে। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর