সম্প্রীতির বার্তা নিয়ে মালদা শহরে মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ - Bangla Hunt

সম্প্রীতির বার্তা নিয়ে মালদা শহরে মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ

By Bangla Hunt Desk - February 08, 2021

মালদা,৮ ফেব্রুয়ারি : সম্প্রীতির বার্তা নিয়ে মালদা শহরে মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ।
সোমবার বিকেল তিনটে নাগাদ মালদা কলেজ ময়দান থেকে মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য জেলা নেতৃত্ব।সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। সেখানে একটি পথ সভার আয়োজন করা হয়।
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করা হয় ট্যাবলোর মাধ্যমে।
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় জানান, মিছিলে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে। আগামী ১০ ফেব্রুয়ারি জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলের মাধ্যমে প্রস্তুতি নেওয়া হয় জনসভার।
তিনি বলেন সম্প্রীতি বজায় রাখতে হিন্দু ছেলেকে মুসলিম এবং মুসলিম ছেলেকে হিন্দু সাজানো হয়। এই জীবন্ত মডেলের মাধ্যমে সম্প্রীতির প্রচার করা হয়।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর