ভারতের ইন্টারনেট হবে আরো হাইস্পিড, সমুদ্রের নীচে বিশ্বের সর্ববৃহৎ কেবল সিস্টেম তৈরি করবে Reliance Jio - Bangla Hunt

ভারতের ইন্টারনেট হবে আরো হাইস্পিড, সমুদ্রের নীচে বিশ্বের সর্ববৃহৎ কেবল সিস্টেম তৈরি করবে Reliance Jio

By Bangla Hunt Desk - May 18, 2021

সমুদ্রের নীচে বিশ্বের সর্ববৃহৎ কেবল সিস্টেম তৈরি করবে Reliance Jio। মূলত ভারতকে কেন্দ্র করেই তৈরি হবে এই কেবল সিস্টেম। ভারত ও পার্শ্ববর্তী দেশে বিপুল ডেটার চাহিদার কথা মাথায় রেখে সাবমেরিন কেবল সাপ্লাই SubCom-এর সঙ্গে হাত মিলিয়ে এবং সেই সঙ্গেই একাধিক আন্তর্জাতিক কোম্পানির সাহায্য নিয়ে এই কাজ করতে চলেছে Jio। একটি বিবৃতি জারি করে কোম্পানির তরফে বলা হচ্ছে, ‘উচ্চ ক্ষমতার এই হাই স্পিড কেবল সিস্টেম 200Tbs-এর বেশি স্পিড-সহ 16,000 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে।’

ইন্ডিয়া-এশিয়া-এক্সপ্রেস (IAX) সিস্টেম ভারতকে দক্ষিণ পূর্ণ এশিয়ার দেশগুলির সঙ্গে যুক্ত করবে, যা সিঙ্গাপুর ছাড়িয়ে আরও এগিয়ে যাবে। অন্যদিকে ইন্ডিয়া-ইউরোপ-এক্সপ্রেস (IEX) ভারতকে পশ্চিমের দেশগুলির সঙ্গে যুক্ত করবে। এই সিস্টেম ভারতকে মধ্যপ্রাচ্যের দেশগুলির হয়ে ইউরোপের সঙ্গে কেবেলের মাধ্যমে সরাসরি যুক্ত করবে। বিশ্বের বিপুল সংখ্যক দেশকে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত রাখবে এই কেবল সিস্টেম। এছাড়াও মাঝে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে ইন্টার এক্সচেঞ্জ পয়েন্ট ও কনটেন্ট হাবের মাধ্যমে পরবর্তী সময়ে বিশ্বব্যাপী এই সার্ভিস বাড়ানোও সম্ভব হবে। IAX ও IEX-এর মাধ্যমে ভারতের অন্দরে ও ভারতের বাইরের ক্লাউড পরিষেবা ব্যবহারে সুবিধা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর