সোশ্যাল মিডিয়ার ছেড়ে দিচ্ছেন নরেন্দ্র মোদি! নিজেই ইঙ্গিত দিলেন টুইটারে - Bangla Hunt

সোশ্যাল মিডিয়ার ছেড়ে দিচ্ছেন নরেন্দ্র মোদি! নিজেই ইঙ্গিত দিলেন টুইটারে

By Bangla Hunt Desk - March 02, 2020

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধায় একটি টুইটের মাধ্যমে জানান,”ভাবছি রবিবার থেকে আমার সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেবো। প্রধানমন্ত্রী আরও লেখেন এ বিষয়ে আপনাদের পরে আপলোড দেবো”। মোদির এই সিদ্ধান্তে রীতিমত সরগরম নেট দুনিয়া। প্রধানমন্ত্রী হঠাৎ করে কেন সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবেন এ বিষয়ে ভেবেই কুলকিনারা পাচ্ছেন না
নেটিজেনরা।
তাহলে কি ভারতের প্রধানমন্ত্রী সত্যি সত্যি সব ধরনের সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলি বন্ধ করে দেবে! তা নিয়ে শোরগোল পড়েছে ভারতীয় রাজনীতিতে। রাহুল গান্ধী অবশ্য রিটুইট করে প্রধানমন্ত্রীকে জানায়,”ঘৃণা ছেড়ে দিন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নয়”।

হঠাৎ প্রধানমন্ত্রীর কেনো এই পোস্ট টি করলো বুঝে উঠতে পারছে না নেটিজেনরা। মোদিজির এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য হাজারেরও বেশি কমেন্ট পড়েছে।

সোশ্যাল মিডিয়ার এক পক্ষ অবশ্য বলছে, সবটাই নাটক, দিল্লির হিংসার ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর এমন টুইট। যদি সাধারণ মানুষ থেকে সিম্পেথি পাওয়া যায়।

টুইটারে মোদিজির ফলোয়ার ৫৩.৩ মিলিয়ান , ফেসবুকে ৪৪ মিলিয়ন, ইনস্টাগ্রামে ৪৪ মিলিয়ান এবং ইউটিউবে ৪.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ভারতের কোন নেতা মন্ত্রী তো দূরে থাক সেলিব্রেটি দেরও এতো ফলোয়ার নেই সোশ্যাল মিডিয়াতে।

কিন্তু হঠাৎ প্রধানমন্ত্রীর এমন টুইট খুবই তাপর্যপূর্ণ । কেনোই বা ভারতে জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদিজি এমন টুইট করলে এই প্রশ্ন গুরপাক খাচ্ছে সবার মনে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর