সংবিধানের অবমাননা! মোদী নয়, দ্রৌপদীর হাতেই উদ্বোধন হোক সংসদ ভবন, মামলা সুপ্রিম কোর্টে - Bangla Hunt

সংবিধানের অবমাননা! মোদী নয়, দ্রৌপদীর হাতেই উদ্বোধন হোক সংসদ ভবন, মামলা সুপ্রিম কোর্টে

By Bangla Hunt Desk - May 25, 2023

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধীদলের নেতারা। এবার এই নিয়ে সুপ্রিম কোর্টের দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। সুপ্রিম কোর্টে রুজু করা পিটিশনে জানানো হয়েছে, সংসদের অবিচ্ছেদ্য অংশ হলেন রাষ্ট্রপতি। তাহলে তাঁকে কেন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের অনুষ্ঠান থেকে বাদ রাখা হল? সেখানে দাবি করা হয়েছে, রাষ্ট্রপতিরই নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত। অনুরোধ করা হয়েছে, এ নিয়ে লোকসভা সচিবালয় এবং কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক আদালত।

আরো পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলকে CBI জেরা! প্রশ্ন এড়ানোর চেষ্টা! বড় স্টেপ

২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অভিযোগ, সেখানে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সে কারণে অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি (আপ)-সহ ১৯টি দল। তারা যৌথ বিবৃতিও দিয়েছে। এ বার সুপ্রিম কোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা রুজু করলেন আইনজীবী সিআর জয়া সুকিন।

আবেদনে তিনি জানিয়েছেন, উদ্বোধনের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে কেন্দ্রীয় সরকার ‘সংবিধান অবমাননা করেছে’। আদালতের কাছে আবেদনে লেখা হয়েছে, ‘‘সংসদ হল ভারতের শীর্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি এবং দুই কক্ষ— লোকসভা এবং রাজ্যসভা নিয়ে তৈরি হয়েছে সংসদ। সংসদের যে কোনও কক্ষের অধিবেশন ডাকার বা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতাও রয়েছে তাঁর।’’

যদিও কঠিন সময়ে বিজেপির পুরনো বন্ধু তথা এনডিএ-র (NDA) পুরনো শরিকরা ধীরে ধীরে ভিড়ছেন গেরুয়া শিবিরেই। বিরোধীদের বয়কটের ডাক প্রত্যাখ্যান করে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চলেছে একাধিক তথাকথিত বিরোধী দল। টিডিপি, বিজেডি, অকালি দল ইতিমধ্যেই জানিয়েছে তাঁরা সংসদ ভবনের উদ্বোধনে উপস্থিত থাকবে। সব মিলিয়ে কমবেশি ১৫টি দল ওই অনুষ্ঠানে অংশ নেবে। টানাপোড়েনের মধ্যেই মামলা গড়াল শীর্ষ আদালতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর