সোশ্যাল ডিসটেন্স মেনে বাড়িতে বসেই রমজানের নামাজ পাঠ করুন আবেদন প্রশাসনের - Bangla Hunt

সোশ্যাল ডিসটেন্স মেনে বাড়িতে বসেই রমজানের নামাজ পাঠ করুন আবেদন প্রশাসনের

By Bangla Hunt Desk - April 25, 2020

বালুরঘাট ২৫ এপ্রিল; করোনা জেরে লকডাউনের বিধি মেনে রমজান মাসে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের সংখ্যালঘু মুসলিম সমাজকে সোশ্যাল ডিসটেন্স মানে বাড়িতে বসেই রমজানের নামাজ পাঠ করার জন্য আবেদন জানাল জেলা প্রশাসন।

আজ বিকেলে বালুরঘাট শহরের বালুছায়া প্রেক্ষাগৃহে জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাট সাবডিভিশনের চারটি ব্লক হিলি, তপন, কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকের বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ওই উপস্থিত থাকা ইমামদের হাতে রাজ্য ওয়াকফ বোর্ড থেকে জারি করা এক নির্দেশিকার কপি সব ইমামদের হাতে প্রশাসনের পক্ষ তবেকে তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রামন থেকে নিজেকে ও তাদের সমাজের লোকজনকে সতর্ক রাখতে সোসাল ডিসটেন্স মেনে বাড়িতে বসেই রমজানের নামাজ পাঠ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়।

আজকের এই সভায় জেলা প্রশাসনের হয়ে উপস্থিত ছিলেন বালুরঘাটের মহুকুমা শাসক ও জেলা পুলিশের ডি এস পি ( সদর) উপস্থিত ছিলেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর