Sri Lanka Crisis: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে - Bangla Hunt

Sri Lanka Crisis: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

By Bangla Hunt Desk - April 06, 2022

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। 1 এপ্রিল দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি ৷ মঙ্গলবার রাতে একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জরুরি অবস্থা তুলে নেওয়ার কথা জানান প্রেসিডেন্ট। এর ফলে নিরাপত্তা বাহিনী দেশে যে কোনও রকমের অশান্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বলেও তিনি ওই বিবৃতিতে জানিয়েছেন।

আরো পড়ুন- Elephant Cub Death: বাঁকুড়ায় হস্তিশাবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ঋণ জর্জরিত শ্রীলঙ্কা এখন চরম অর্থনৈতিক সঙ্কটে ৷ সঙ্গে রয়েছে বিদেশি ঋণের বোঝা ৷ দেশে নেই বিদ্যুৎ সংযোগ, দৈনন্দিন সামগ্রী ৷ বৃহস্পতিবার, 31 মার্চ বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে ৷ এরপর 1 এপ্রিলই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ৷ এর জন্য প্রেসিডেন্ট রাজাপক্ষেকে (President Gotabaya Rajapaksa) দায়ী করেছে শ্রীলঙ্কাবাসী ৷ 3 এপ্রিল দেশজুড়ে আরও বড় আকারে আন্দোলনের পরিকল্পনা করা হয়েছিল ৷ তা রুখতেই এই ‘পাবলিক সিকিউরিটি অর্ডিন্যান্স’ জারি করেছিলেন প্রেসিডেন্ট রাজাপক্ষে ৷ কার্ফু ছিল সারা দেশে ৷

আর্থিক বিপর্যয়ের আবহে শ্রীলঙ্কায় দানা বেঁধেছে রাজনৈতিক সঙ্কটও। শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন নতুন অর্থমন্ত্রী। এছাড়াও মঙ্গলবার শ্রীলঙ্কায় ৪১ জন সদস্য সমর্থন প্রত্যাহার করায় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকার। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া (ঘটনাচক্রে যিনি প্রধানমন্ত্রী মাহিন্দার ভাই)-র কাছে বিরোধীদের একাংশ দাবি জানিয়েছে, অবিলম্বে পার্লামেন্টের অধিবেশনে সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

পাশাপাশি, গোতাবায়ার ইস্তফা এবং আর্থিক সঙ্কটের মোকাবিলায় ‘জাতীয় সরকার’ গড়ার দাবিও উঠছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর