মাধ্যমিকের ফল প্রকাশের তোড়জোড়! ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষকদের উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ - Bangla Hunt

মাধ্যমিকের ফল প্রকাশের তোড়জোড়! ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষকদের উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ

By Bangla Hunt Desk - June 01, 2020

দেশজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে থমকে গিয়েছিল মাধ্যমিকের ফল প্রকাশের দিন। কিন্তু এবার আতঙ্ককে দুরে সরিয়ে মাধ্যমিকের ফল প্রকাশের তোড়জোড় শুরু হলো। মাধ্যমিকের উত্তরপত্র পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের তালিকা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে জমা দিতে হবে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে।

৩১ শে মে প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “যে সমস্ত পরীক্ষক এখনো পর্যন্ত তাদের কাছে থাকা উত্তরপত্র এবং নাম্বার প্রধান শিক্ষকের কাছে দেওয়া দেননি তাদের এই বিজ্ঞপ্তি প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বিষয়টি অবশ্যই জরুরী তম হিসেবে বিবেচিত হবে”।

প্রধান শিক্ষকদের তাদের স্কুটনি করা ব্যালেন্স মার্ক সংশ্লিষ্ট উত্তরপত্র মধ্যশিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট কার্যালয়ে অথবা ডেপুটি সেক্রেটারির (পরীক্ষা) অফিসে জমা দিতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর