শিক্ষার্থীদের সেলাই মেশিন উপহার দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা - Bangla Hunt

শিক্ষার্থীদের সেলাই মেশিন উপহার দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা

By Bangla Hunt Desk - July 13, 2020

বাপ্পাই দত্ত:- কলকাতার ২৬ নম্বর ওয়ার্ডে রমেশ দত্ত স্ট্রিটে কলকাতা পৌরসভার উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল কলেজের ব্যবস্থাপনায় তৃণমূল কংগ্রেসের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক নাথ চট্টোপাধ্যায় তত্ত্বাবধানে এদিন সেলাই প্রশিক্ষণ শিক্ষার্থীদের ৮০ টির বেশি সেলাই মেশিন উপহার স্বরূপ প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বিধায়ক ডক্টর শশী পাঁজা। তিনি জানান “নারী কল্যাণের জন্য শিক্ষার্থীদের পাশে থেকে যে অভাবনীয় কর্মসূচি পালন করা হয়েছে তা সত্যিই অভাবনীয়। শিক্ষার মান উন্নয়ন ও পরিকাঠমোকে বৃদ্ধি করতে গেলে শিক্ষার্থীদের বিকাশ লাভ অবশ্যই দরকার”। বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর