শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব - Bangla Hunt

শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব

By Bangla Hunt Desk - March 07, 2023

মালদাঃ খোল দ্বার খোল লাগলো যে দোল। শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। আর এই উৎসবে মাতোয়ারা আপামর মালদহবাসী। মঙ্গলবার সাড়ম্বরে মালদা শহরের জেলা ক্রিয়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

আরো পড়ুন- বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির

প্রথমে প্রভাত ফেরির মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খুদে শিল্পী ও বিভিন্ন ধরনের নৃত্য শিল্পীরা মালদা জেলা ক্রিয়া সংস্থার ময়দানে প্রবেশ করে। পাশাপাশি মালদা শিল্পী সংসদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব নৃত্য শিল্পীর মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন ময়দান চত্বরে প্রচুর মানুষের সমাগম। একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেওয়া, হলুদ, লাল সবুজ, নীল, কমলা সহ বিভিন্ন ধরনের পোশাকের সাথে রংয়ের যেন আন্তরিকতা ছোঁয়া।

এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন বসন্ত উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ দাস, মালদা শিল্পী সংসদের কর্মকর্তারা এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলররা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর