শর্তসাপেক্ষে ১৫ জুন পর্যন্ত লকডাউন জারি হলো বাংলায় - Bangla Hunt

শর্তসাপেক্ষে ১৫ জুন পর্যন্ত লকডাউন জারি হলো বাংলায়

By Bangla Hunt Desk - May 30, 2020

শনিবার কেন্দ্রের ঘোষণার পরই রাজ্যেও বাড়ানো হল লকডাউন। আগামী ১৫ ই জুন পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন এর মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার নবান্নে রাজ্য সরকারের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

রাজ্যে কনটেনমেন্ট জোনগুলোতে আগামী ১৫ জুন পর্যন্ত জারি থাকবে লকডাউন। তবে কনটেনমেন্ট বাদ দিয়ে অন্য জায়গা গুলিতে শর্তসাপেক্ষে লকডাউন শিথিল করা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবারই নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েদেন পয়লা জুন থেকে রাজ্য অনেকটাই শিথিল করা হবে লকডাউন। ওই দিন থেকেই রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত পাটকল এবং চা বাগান। এই সমস্ত জায়গায় মালিকরা ১০০% কর্মী নিয়েই কাজ শুরু করতে পারবেন। এছাড়াও পয়লা জুন ১০ টা থেকে রাজ্যে সমস্ত ধর্মীয় স্থান গুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন ধর্মীয় স্থানে একসঙ্গে ১০ জনের বেশি মানুষ সেখানে ঢুকতে পারবেন না বলে পরিস্কার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি ৮ ই জুন থেকে রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস। ওই সমস্ত অফিস গুলিতে ১০০% কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে বলে জানানো হয়েছে। ৮ ই জুন থেকে খোলা যাবে হোটেল-রেস্তোরাঁ, শপিং মল আর অতিথি আপ্যায়ন কেন্দ্রগুলো।

উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক গাইডলাইনে স্পষ্ট ইঙ্গিত, পঞ্চম দফার লকডাউন আদতে আনলক করার পদ্ধতি। ধাপে ধাপে সবকিছুই স্বাভাবিক করতে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর