শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস, কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে জারি থাকবে বৃষ্টিপাত - Bangla Hunt

শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস, কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে জারি থাকবে বৃষ্টিপাত

By Bangla Hunt Desk - May 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে এই মুহূর্তে শুধুমাত্র নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস। ওড়িশায় আছড়ে পরার পর শক্তি হারিয়ে ইয়াস ঝাড়খণ্ডে ঢোকে। তখন তার গতিবেগ ছিল ৫৫- ৭৫ কিমি/ঘন্টায়। এবার ইয়াস গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তরপ্রদেশের দিকে।

আরো পড়ুন- বাংলার পর উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডকে বিজেপি-মুক্ত করব, আন্দোলনের ৬ মাসে হুমকি কৃষকদের

এদিকে ইয়াসের প্রভাবে আজ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হবে বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, অর্থাত্, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। পুরুলিয়া-বাঁকুড়া, পঃ মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০-৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। কলকাতায় আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শক্তি কমার ফলে রাজ্যের বৃষ্টি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

বুধবার সকালে ওড়িশার ধামড়ায় নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়ে ইয়াস। ঘণ্টাতিনেক ধরে চলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তছনছ করে ঝাড়খণ্ডের দিকে ঘূর্ণিঝড় ইয়াস। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণার বিস্তৃণ উপকূলবর্তী বেশিরভাগ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। সাগর থেকে হিঙ্গলগঞ্জ, দিঘা থেকে শংকরপুর সব জায়গাতেই ভরা কটালের জেরে প্রবল জলোচ্ছ্বাসের প্রভাব পড়ে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও কলকাতায় সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ইয়াসের জেরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর