লোকাল ট্রেন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা, অবশেষে রাজ্যের আর্জি মেনে বড় সিদ্ধান্ত রেলের - Bangla Hunt

লোকাল ট্রেন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা, অবশেষে রাজ্যের আর্জি মেনে বড় সিদ্ধান্ত রেলের

By Bangla Hunt Desk - May 14, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনা পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তাতে নাকাল নিত্য যাত্রীরা। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই নিয়ে রাজ্য সরকার রেলকে অনুরোধ জানিয়েছিল। রেলের আর্জি মেনে নিয়ে অবশেষে স্পেশাল ট্রেনে স্বাস্থ্যকর্মীদের সফরের অনুমতি দিল রেলওয়ে। তবে সঙ্গে রাখতে হবে পরিচয় পত্র।

আরো পড়ুন- নিখোঁজ অমিত শাহ! তাকে খুঁজে বার করতে থানায় দায়ের ‘মিসিং ডায়েরি’

গত ৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পর করোনার প্রকোপ নিয়ন্ত্রনে কিছু বিধিনিষেধ জারি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে গণ পরিবহনের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তিনি জানান, ৬ মে থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। রেলের তরফে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এরপর থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়।

এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। হয়রানির আশঙ্কা করছেন অনেকেই। অনেকে আবার রোজগারে ক্ষতির চিন্তা করছেন। তবে, করোনা সংক্রমণ কমাতে এই সিদ্ধান্ত জরুরি বলে মত কয়েকজন যাত্রীর। রাজ্যে একটা বড় অংশই লোকাল ট্রেনে রোজ অফিস যাতায়াত করেন। এই তালিকায় রয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। তাই তাঁদের কথা মাথায় রেখেই স্টাফ ট্রেনে যাতায়াতের অনুমতি চেয়েছিল রাজ্য। শুক্রবার হাওড়া ও শিয়ালদার ডিআরএম-কে চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি আবেদন করেছিলেন যে, তাদের কর্মীদের জন্য স্পেশ্যাল ট্রেনগুলি চলে সেগুলিতে ‘পরিচয়পত্র দেখিয়ে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে প্রয়োজনীয় নির্দেশ দিক রেল।

রাজ্যের সেই আবেদন মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রাজ্যের অনুরোধ মেনে নিয়ে শেষে স্বাস্থ্যকর্মীদের স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দিল রেলওয়ে। সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রের স্বাস্থ্যকর্মীরাই উঠতে পারবেন এই স্পেশাল ট্রেনে। তবে তার জন্য তাঁদের পরিচয় পত্র দেখাতে হবে। গতবার এই স্পেশাল ট্রেনে সফর নিয়ে একাধিক জায়গায় ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল।

করোনা সংক্রমণে রাশ টানতেই লোকাল ট্রেন পরিষেবায় রাশ টানা হয়। এছাড়াও একাধিক চালক, গার্ড এবং টিকিট পরীক্ষাক করোনা আক্রান্ত হয়ে পড়ায় ট্রেন চালানো কঠিন হয়ে পড়ছিল। একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। তারপরেই ৫ তারিখ থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর