লক্ষ্য লোকসভা ভোট, পার্থপ্রতিম রায় আবার জেলা সভাপতি - Bangla Hunt

লক্ষ্য লোকসভা ভোট, পার্থপ্রতিম রায় আবার জেলা সভাপতি

By Bangla Hunt Desk - March 09, 2022

কোচবিহার : লক্ষ্য লোকসভা ভোট, কোচবিহারে ফের তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। গিরীন্দ্রনাথ বর্মনকে জেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। ফের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে পার্থপ্রতিম রায়ের নাম ঘোষণার পরেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন কর্মী-সমর্থকরা। কোচবিহার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মন্দার মোড় সংলগ্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন দলীয় কর্মীরা। পার্থপ্রতিম বলেন “ মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে পালন করব। আমাদের লক্ষ্য হল আগামী লোকসভা নির্বাচন। আগামী দিনে দিদিকে আমরা কোচবিহার জেলা উপহার দেব।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর