ফ্রান্সের তৈরি বুলেটপ্রুফ কাঁচের জারবন্দি লক্ষাধিক টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, আটক ২ - Bangla Hunt

ফ্রান্সের তৈরি বুলেটপ্রুফ কাঁচের জারবন্দি লক্ষাধিক টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, আটক ২

By Bangla Hunt Desk - July 31, 2020

মালদা-‌ ফ্রান্সের তৈরি বুলেটপ্রুফ কাঁচের জারবন্দী প্রায় লক্ষাধিক টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করলো সিআইডি এবং বামনগোলা থানার পুলিশ। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে শনিবার মালদা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, ধৃতদের নাম আলম মিয়াঁ (‌৩২)‌ ও মোসিফক আলম(‌২৩)‌। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এদিন তারা একটি সাদা গাড়িতে করে সাপের বিষ পাচার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পাকুয়াহাট কিষাণ মান্ডির কাছে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি ফ্রান্সের তৈরি বুলেটপ্রুফ কাঁচের জার উদ্ধার করে পুলিশ। পুলিশ আধিকারিক সুশান্ত দাস জানান, জারের মধ্যে ৬০০ গ্রাম সাপের বিষ ছিল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃতদের সঙ্গে ও পাচারের সঙ্গে আরও কে কে জড়িত পুলিশ জানার চেষ্টা করছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর