লকডাউন এর কারণে দিল্লির শাহিনবাগে ধর্নায় প্রদর্শনকারীদের উঠিয়ে দিল পুলিশ - Bangla Hunt

লকডাউন এর কারণে দিল্লির শাহিনবাগে ধর্নায় প্রদর্শনকারীদের উঠিয়ে দিল পুলিশ

By Bangla Hunt Desk - March 24, 2020

তিন মাস আগে দিল্লির শাহিনবাগে CAA নিয়ে প্রতিবাদে ধরনা শুরু হয়। পরে এই আন্দোলন শাহিনবাগ থেকে ছড়িয়ে পড়ে গোটা দেশে। দেশের বিভিন্ন শহরে শাহিনবাগের মতো সিএএ’র প্রতিবাদে ধরনা দেখা দেয়। তারপরই ঘটে গেল দিল্লির হিংসার ঘটনা। দিল্লির হিংসা শান্ত হতেই দেশ জুড়ে শুরু হয় নতুন আতঙ্ক। ভারতে থাবা দেয় করোনা ভাইরাস।

আর সেই করোনা ভাইরাস কে প্রতিরোধ করতে সারা ভারতে জারি করা হয়েছে লক ডাউন। আর এই বর্তমান পরিস্থিতিতে আজ সকালেই দিল্লি পুলিশ শাহিনবাগে গিয়ে ধর্ণকারীদের ধরনাস্থল তুলে দেয়। ধরনাস্থল খালি করে খুলে দেওয়া হয় তিন মাস বন্ধ থাকা সেই রাস্তা।দিল্লি পুলিশ আন্দোলনের ১০১ দিনের মধ্যে শাহিনবাগ এর এই ধরনা পদর্শন বন্ধ করলো ।

লকডাউনের আইন অনুযায়ী, লক ডাউন চলাকালীন কোনো জমায়েত করা যাবে না। নিয়ম ভাঙলে সরকার পুলিশ প্রশাসন কে কড়া ব্যাবস্থা নেওয়া নির্দেশ দিয়েছে। তাই এদিন দিল্লি পুলিশ সকালেই পুলিশ গিয়ে ধরনাস্থল খালি করে দেয়। প্রথমে অবশ্য ধর্নাকারিরা উঠতে চাইছিলো না, বরং আরো ভির জমা করার চেষ্টা করা হচ্ছিলো। কিন্তু পুলিশ ধরনা প্রদর্শন কারীদের উঠতে সক্ষম হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর