লকডাউনের মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার হাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য - Bangla Hunt

লকডাউনের মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার হাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য

By Bangla Hunt Desk - April 19, 2020

বালুরঘাট ১৯ এপ্রিল ; লকডাউন চলাকালীন আত্মীয়ের বাড়ি থেকে ভিন রাজ্যে রান্নার কাজ থেকে ফিরে আসা এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হওয়া কে কেন্দ্র করে এলাকায় চঞ্চল্য । ঘটনাটি ঘটেছে আজ বালুরঘাট শহরের চকভৃগু অঞ্চলের ডাকরা এলাকার কলোনী পাড়ায়। ৬০ বছর বয়সি উদ্ধার হওয়া ওই মৃতের নাম সঞ্জয় চক্রবর্তী। যদিও মৃতর আত্মীয়দের অভিযোগ তাকে ওই এলাকার পাশের বাগানপাড়ার বেশ কিছু যুবক তাকে ব্যাপক মারধোর করার ফলে লকডাউন জেরে ওই ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিক সঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দুপুরে বালুরঘাট থানা থেকে আই সি র নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্তে নামার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। যদিও এখনও পর্যন্ত লিখিত কোন অভিযোগ এব্যাপারে বালুরঘাট থানায় জমা না পড়ায় পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করে উঠতে পারেনি। তবে তদন্ত জারি রেখেছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে মৃতার আত্মীয় ষষ্ঠী চক্রবর্তীর অভিযোগ গতকাল দুপুরে মৃত সঞ্জয় চক্রবর্তীকে বাগানপাড়ার দিকে থেকে এসে আবার নদীর পাড়ের দিকে যেতে দেখে তখন তাকে তিনি অহেতুক ঘোরাঘুরি না করে বাড়িতে ঢোকার পরামর্শ ও দিয়েছিলেন বলে জানান। তিনি আরও বলেন রাত ৯টার দিকে বাগান পাড়ার জনা পনের যুবক হাতে লাঠি সোটা নিয়ে সাথে একটি মেয়ে কে নিয়ে এসে ওর খোঁজ করে। ওই যুবকদের অভিযোগ মৃত সঞ্জয় চক্রবর্তী ওই মেয়েটির সাথে খারাপ কাজ করেছে। মৃত আত্মীয় ষষ্ঠী চক্রবর্তীর আরও অভিযোগ আমি তখন তাদের বলি যদি মেয়েটির সাথে যদি সে কিছু করে থাকে মেয়েটি তো তোমাদের সাথে থাকত না। আর যদি কিছু ঘটনা ঘটেই থাকে তাহলে থানাতে খবর দাও লাঠি সোটা নিয়ে তোমরা তো একটা লোককে মারতে পারনো। এই বলে ওদের বুঝিয়ে শুনিয়ে তাদের বাড়ির দিকে পাঠিয়ে দেই। আর মৃত সঞ্জয় আমার বাড়িতে ঢুকতে চাইলে আমি তাকে না ঢুকতে দিয়ে সেখান থেকে চলে যেতে বলি।

মৃতর আত্মীয় ষষ্ঠী বাবুর আরো অভিযোগ বাগানপাড়ার ছেলেরা যেখান দিয়ে ওদের বাড়ির দিকে ফিরছিল মৃত সঞ্জয় ঘুরপথে এখান থেকে বেড়িয়ে আবার সেখান দিয়ে এদিকে আসছিল। তারপর তাকে মারধোর চালিয়ে রাত্রে আধামরা অবস্থায় বাড়িতে এনে ফেলে দিয়ে আমাদের বলে ওকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তখন কোন গাড়ি না পাওয়ায় যেমন সেই মুহুর্তে হাসপাতালে নিয়ে যাওয়া যায় নি। তেমনি থানাতে খবর দেওয়ার কথাও মাথায় আসেনি। ষষ্ঠী বাবুর বক্তব্য দেখলাম শ্বাস যখন চলছে হাসপাতালে নিয়ে যাওয়া যখন যাচ্ছে না তখন আগামী কাল সকালে হাসপাতালে নিয়ে যাব।কিন্তু আজ সকালে সে শ্বেষ নিষ্বাস ত্যাগ করে। ষষ্ঠী বাবুর আরও অভিযোগ ওই যুবকদের মারধোরের জন্য সঞ্জয় চক্রবর্তীরঋত্যু হয়েছে।

অপরদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি মৃতর আত্মীয়দের সাথে কথা বলে ওই এলাকার বাগানপাড়ার যুবকদের মারধোরের জেরে সঞ্জয়ের মৃত্যু হয়েছে জানতে পেরেও সেই মুহুর্তের তদন্তের সময় আর পুলিশের দল ওই বাগানপাড়া এলাকায় তদন্তের জন্য ঢোকেনি। তবে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে জানতে পেরে বাগানপাড়ার বাসিন্দাদের মধ্যে ব্যাপক একজোট হয়ে ভীড় জমিয়ে দাঁড়িয়ে এদিকের বিষয়ে লক্ষ রাখছে তা দেখতে পাওয়া যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর