লকডাউনে ব্যক্তিগত উদ্যোগে ১০০০ পরিবারকে ত্রাণ বিলি করলেন সমাজসেবী তাজমুল হক - Bangla Hunt

লকডাউনে ব্যক্তিগত উদ্যোগে ১০০০ পরিবারকে ত্রাণ বিলি করলেন সমাজসেবী তাজমুল হক

By Bangla Hunt Desk - April 17, 2020

মলদা ১৭ এপ্রিল; লকডাউনে দুঃস্থ গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বাঙ্গিটোলা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী তাজমুল হক। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার দুঃস্থ পরিবার গুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাঙ্গীটোলার আকন্দবাড়িয়া গ্রামে অবস্থিত নিজের বাড়ি থেকেই তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। শুক্রবার সকালে ১০০০ পরিবারকে ৪ কেজি চাল ও ২ কেজি আলু প্যাকেটজাত করে এই বিতরণের কাজ করছেন। এর আগে এলাকার প্রতিটি গ্রামে দুঃস্থ পরিবারের বাড়িতে গিয়ে তিনি নিজে কুপন দিয়েছেন । এই কুপন নিয়ে তার বাড়িতে আসলে নির্দিষ্ট দূরত্ব অন্তর এই ত্রাণ বিতরণ করা হচ্ছে।

বিশিষ্ট সমাজসেবী তাজাম্মুল হক জানান গোটা দেশের সঙ্গে আমাদের এই বাঙ্গীটোলা অঞ্চল চরম বিপদের মধ্যে আছে। লকডাউন হওয়ার ফলে এখানকার বহু মানুষ রোজগার বন্ধ হয়ে গেছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেনা। তাছাড়া এখানকার বহু শ্রমিক ভিন রাজ্যে আটকে পড়ায় পরিবারগুলো চরম সংকটের মধ্যে পড়েছে। তাই বাঙ্গিটোলা অঞ্চলের বিভিন্ন গ্রামের প্রায় ১০০০ পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ বন্টন করছি। এলাকার প্রয়োজনে আগামী দিনেও আবার এই ত্রাণ দেওয়া হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর