লকডাউনে জেরে বন্ধ থাকায়, ফের চালু হলো আন্তঃজেলা বাস পরিষেবা - Bangla Hunt

লকডাউনে জেরে বন্ধ থাকায়, ফের চালু হলো আন্তঃজেলা বাস পরিষেবা

By Bangla Hunt Desk - May 27, 2020

বালুরঘাট ২৭ মে ; লকডাউনের জেরে দীর্ঘ দু’মাস পর আজ থেকে দক্ষিন দিনাজপুর জেলায় আন্ত জেলা বাস পরিষেবা ফের শুরু হলো। যদিও করোনা সক্রমনের সোশাল ডিসটেন্স বিধি বজায় রেখেই এই আন্তজেলা সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছে বলে জানা গেছে।

বালুরঘাটের সরকারি পরিবহন সংস্থার নিজস্ব স্ট্যান্ড থেকে থেকে আজ চালু হল সরকারি বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস স্ট্যান্ড থেকে বালুরঘাট থেকে শিলিগুড়ি, বালুরঘাট থেকে মালদহ, বালুরঘাট থেকে রায়গঞ্জ এবং আজ সন্ধ্যা য় বালুরঘাট থেকে কলকাতা অভিমুখে যাত্রী পরিষেবা চালু করা হয়। পাশাপাশি জেলার দু একটি পকেট রুটে যে ভাবে এর আগে বাস চালানো শুরু করা হয়েছিল তা বজায় থাকবে।

সামাজিক দুরত্ব বিধি অনুযায়ী প্রত্যেক বাসে সর্বাধিক কুড়ি জন করে যাত্রী নেওয়ার ব্যবস্থা থাকছে। এর পাশাপাশি বাসে স্যানিটাইজার করা হচ্ছে যাত্রীদের মাক্স বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্তৃপক্ষ। দীর্ঘদিন নানা কাজে আটকে থাকার পর বাস পরিষেবা চালু হওয়ায় খুশি জেলার যাত্রী সাধারন ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর