লকডাউনের মধ্যেও উন্নয়নমুখী চারঘাট পঞ্চায়েত - Bangla Hunt

লকডাউনের মধ্যেও উন্নয়নমুখী চারঘাট পঞ্চায়েত

By Bangla Hunt Desk - July 19, 2020

বাপ্পাই দত্ত :- দেশজুড়ে লকডাউন পরিস্থিতির মধ্যেও বাংলায় উন্নয়নের গতি থেমে নেই। লকডাউন এর কারনে কিছুদিন কাজ থমকে থাকলেও আনলক ফেজে তা আবার পুনরায় শুরু হয়েছে। তার উদাহরণ হল স্বরূপনগর ব্লকের চারঘাট পঞ্চায়েত।

স্বরূপনগর ব্লকের অন্তর্গত চারঘাট পঞ্চায়েতের ১৫৫ নম্বর বুথে ১১ ফুট চওড়া ঢালাই রাস্তা নির্মিত হলো। এই রাস্তাটি সম্পূর্ণ করতে ব্যয় হয়েছে ৩ লক্ষ ৪৯ হাজার টাকা। ১৫৫ নম্বর বুথের মেম্বার সুস্মিতা চক্রবর্তী জানান বর্ষাকালে জল জমে থাকার কারণে এই রাস্তায় যাতায়াতের খুব অসুবিধা হত। তাই স্থানীয়দের কথা ভেবে ব্লক যুব সভাপতি সুরজিৎ চক্রবর্তী , বুথ সভাপতি সুরাজ চৌধুরী, পঞ্চায়েত প্রধান বসন্তী বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী প্রবীর ব্যানার্জির তত্ত্বাবধানে এছাড়া তারক রায়, নন্দ ব্যানার্জি, কল্যাণ চ্যাটার্জী , পুলক চক্রবর্তী, বিশ্ব দাস, বিরাজ চৌধুরি, বাপ্পা কর্মকার, অমল কর্মকার ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই রাস্তাটি তৈরি হয়েছে এবং আজ তার উদ্বোধন হলো। আগামী দিনও আমরা চারঘাট পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন বুথে এইরকম কংক্রিটের ঢালাই রাস্তা তৈরীর উদ্যোগ নিয়েছি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর