লকডাউনের মধ্যেই উদ্ধার হলো প্রচুর পরিমাণে ব্রাউন সুগার! আটক দুই - Bangla Hunt

লকডাউনের মধ্যেই উদ্ধার হলো প্রচুর পরিমাণে ব্রাউন সুগার! আটক দুই

By Bangla Hunt Desk - April 23, 2020

মালদা; লকডাউনে মধ্যেই উদ্ধার হলো প্রচুর পরিমাণে ব্রাউন সুগার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। জাতীয় সড়ক দিয়ে পাচার হচ্ছিল এই ব্রাউন সুগার। আটক করা হয় দু’জনকে। উদ্ধার হয়েছে ৩ কেজি ৩৭ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মুল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। ধৃত একজনের নাম মান্না শেখ। বাড়ি বাবর বোনা গোলাপ গঞ্জ। আর অন্যজনের নাম সরিফ শেখ। বাড়ি শেরশাহী আলীপুর।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, কাটিহার থেকে লরিতে করে দুই পাচারকারী ব্রাউন সুগার নিয়ে মালদার বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এরপর লরিটিকে আটক করে তল্লাশী চালাতেই চালকের পেছন থেকে ব্যাগ ভর্তি এই ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমান ৩ কেজি ৩৭ গ্রাম। যার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকার ওপরে। ঘটনায় দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। তবে এর সঙ্গে কে কে জড়িত রয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন,ধৃতদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর