লকডাউনের জেরে বন্ধ দোকান ঘরে আগুন, পুড়ে গেল দুটি দোকান - Bangla Hunt

লকডাউনের জেরে বন্ধ দোকান ঘরে আগুন, পুড়ে গেল দুটি দোকান

By Bangla Hunt Desk - March 31, 2020

বালুরঘাট ৩১ মার্চ ; একটানা লকডাউন চলাকালীন বন্ধ দোকান ঘর থেকে আগুন লেগে পুড়ে গেল দুটি দোকান।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্তে আনতে সক্ষম হলেও ততক্ষনে আর ও দুটি দোকান আগুন লেগে ক্ষতিগ্র অস্ত হয়ে পড়ে। প্রায় লক্ষাধীক টাকার ক্ষতির মুখে পড়েছে স্থানিও ব্যবসায়ীরা। আজ সকাল বেলা পুড়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের খিদিরপুর এলাকার শিবমন্দির লাগোয়া বাজারে।

স্থানিয় সুত্রে ও দমকল সুত্রে জানা গেছে আজ সকালে বালুরঘাট শহরের খিদিরপুর শিবমন্দির বাজার এলাকার বাসিন্দারা একটি বন্ধ থাকা বিউটি পারলারের দোকান থেকে ধোয়া বেড়তে দেখতে পান। তাদের চিৎকারে অনান্য বাসিন্দারা ছুটে আসার আগেই আগুনের লেলিহান দোকানটিকে গ্রাস করে নেয়। দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানিও বাসিন্দারা নিজেরাই জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুন ধীরেধীরে ছড়িয়ে পড়তে থাকে অনান্য বন্ধ দোকানে। পরে খবর পেয়ে যতক্ষনে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় ততক্ষনে আরও একটি দোকান পুরো ভষ্মিভূত ও আর ও দুটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।

দমকল বিভাগের প্রয়াথমিক অনুমান বন্ধ দোকানের বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।

আগুনে ভস্মীভূত বিউটি পার্লারের মালিক সুপ্রিয়া হালদার জানিয়েছেন আগুন লাগবার কারনে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অনান্য ব্যবসায়ীরাও প্রচুর টাকার জিনিষ পত্র আগুনে পুড়ে ক্ষতির সম্মুখিন হয়েছেন

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর