প্রবল দারিদ্রতার মধ্যে পড়বে ভারতের ৬ কোটি মানুষ! রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের - Bangla Hunt

প্রবল দারিদ্রতার মধ্যে পড়বে ভারতের ৬ কোটি মানুষ! রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের

By Bangla Hunt Desk - June 13, 2020

করানোর সংক্রমণে রুখতে প্রায় সারা বিশ্বজুড়েই লকডাউন চলছে। তার জেরে বিশ্বের প্রায় সমস্ত ছোট-বড় দেশের অর্থনীতি ঠেকছে তলানীতে। বিশ্বজুড়ে চলছে আর্থিক মন্দা । কাজ নেই লাখো লাখো মানুষের। এর ফলে প্রায় গোটা বিশ্বজুড়ে আরো ৪০ কোটি মানুষ প্রবল দারিদ্রতার শিকার হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই দারিদ্রতা বেশি পরিমাণে দেখা যাবে। আর তার মধ্যে প্রথম সারিতে থাকবে ভারত। রাষ্ট্রপুঞ্জের অধীনে থাকা ‘ইউএনইউ-ওয়াইডার’ একটি গবেষণায় এমনই আশঙ্কা প্রকাশ করেছে।

ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, কোভিড সংক্রমণ রুখতে সারা বিশ্বের দেশগুলো যেভাবে লকডাউন করেছে, তার জেরে মারাত্মক প্রভাব পড়েছে অর্থনীতিতে। এই জন্যই প্রবল দারিদ্রতা সৃষ্টি হবে ।

এর আগে বিশ্ব ব্যাংকের তরফ থেকে একটি গবেষণার রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্টে বলা হয় বিশ্বের চরম দারিদ্রতার শিকার হবে ৭ থেকে ১০ কোটি মানুষ। কিন্তু রাষ্ট্রপুঞ্জের বর্তমান পরিসংখ্যান বিশ্বব্যাংকের দেওয়া পরিসংখ্যানকে ছাপিয়ে গেল।

বিশ্বব্যাঙ্ক মানুষের আয়ের কয়েকটি মাত্রা নির্ধারণ করেছে, তার মধ্যে একটি হল, মানুষের আয় দিনে ১৪৪ টাকা ২৪ পয়সা (১.৯০ ডলার) বা তারও কম হলে তিনি চরম দারিদ্রের শিকার। যে সব মানুষের আয় দিনে ৪১৭ টাকা ৪১ পয়সা (৫.৫০ ডলার), তাঁরা বেশি দরিদ্র বলে সংজ্ঞায়িত হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর