রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু, ঘোষণা নাড্ডার - Bangla Hunt

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু, ঘোষণা নাড্ডার

By Bangla Hunt Desk - June 21, 2022

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু। ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী ঝাড়খণ্ডের রাজ্যপালের পদ সামলেছেন। তার আগে নিজের রাজ্যে বিজেপি-বিজেডি জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন দ্রৌপদী। মঙ্গলবার বিজেপির বৈঠকের পর এই ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। নড্ডা বলেন, ‘‘এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত সর্বসম্মত ভাবে দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্ত হয়েছে।

তাঁর প্রশংসায় টুইট করেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন,’সমাজসেবায় জীবন উৎসর্গ করেছেন দ্রৌপদী মুর্মু। গরিবদের ও প্রান্তিকদের জন্য কাজ করেন। তাঁর দীর্ঘ প্রশাসনিক কাজের অভিজ্ঞতাও রয়েছে। রাজ্যপালও হয়েছেন। উনি দেশের জন্য দারুণ রাষ্ট্রপতি হবেন বলে আমার বিশ্বাস। যাঁরা প্রচণ্ড বাধা ও দারিদ্র্যের সম্মুখীন হয়েছেন তাঁরা দ্রৌপদীর জীবন থেকে অনুপ্রেরণা পাবেন। বিভিন্ন সরকারি নীতি নিয়ে তাঁর ভাবনাচিন্তায় উপকৃত হবে দেশ।’

আরো পড়ুন- Ajit Doval: মোদিজীর উপর আস্থা রাখুন, অগ্নিপথ বাতিলের কোন প্রশ্নই নেই ‘, দোভাল

এ বারের রাষ্ট্রপতি ভোটের অঙ্ক বলছে, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী। কারণ, ভোটমূল্যের প্রাথমিক হিসাবে কংগ্রেস-তৃণমূল-বাম-সহ ১৮টি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর