একটি জরুরী কৃষি পরামর্শ! পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত - Bangla Hunt

একটি জরুরী কৃষি পরামর্শ! পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত

By Bangla Hunt Desk - April 27, 2020

জরুরী কৃষি-পরামর্শ**

সকলকে অবহিত করা হচ্ছে যে – AMPHUN
“এ্যাম্ফুন” (থাইল্যান্ডের দেওয়া নাম) নামে একটি ঘূর্ণিঝড় এপ্রিলের শেষ সপ্তাহে বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে এবং এর জন্য সকলকে পরামর্শ দেওয়া হচ্ছে / অনুরোধ করা হচ্ছে যে – আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বোরো ধান / রবি ভুট্টা কেটে ফেলুন, নইলে মারাত্মক ফসলের ক্ষতি হতে পারে। সকল কৃষকদের মধ্যে জনসচেতনতার জন্য দয়া করে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন।

কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর