রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে ভিন্‌রাজ্যের ৮ ভুয়ো পরীক্ষার্থী আটক - Bangla Hunt

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে ভিন্‌রাজ্যের ৮ ভুয়ো পরীক্ষার্থী আটক

By Bangla Hunt Desk - May 23, 2022

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন ভিন্‌রাজ্যের আট ভুয়ো পরীক্ষার্থী। এই ঘটনা হাওড়ার। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসএসসিতে দুর্নীতি মামলা নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ওই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অন্য একটি পৃথক মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এমনকি আদালতের নির্দেশে পরেশচন্দ্রের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। এই আবহে রবিবার হাওড়া থেকে ধরা পড়লেন আট ভুয়ো পরীক্ষার্থী। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের জন্য ছিল লিখিত পরীক্ষা। সেই পরীক্ষার কেন্দ্র ছিল হাওড়া ব্যাঁটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। সেখানে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের নথিপত্র পরীক্ষা করা হচ্ছিল। সেখানে জনা কয়েক প্রার্থীর নথিতে অসামঞ্জস্য ধরা পড়ে। পরীক্ষকদের কাছে তাঁরা পরীক্ষা সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি বলেও অভিযোগ।

খবর পেয়ে ব্যাঁটরা থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ওই ভুয়ো পরীক্ষার্থীদের আটক করা হয়েছে। তাঁরা সকলেই বিহারের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এর পিছনে বড়সড় কোনও চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর